Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পাবনা নিম্নলিখিত সেবা প্রদান করে থাকেন।

1)        বিদেশ গমনেচ্ছু কর্মীদের ডাটাবেজের জবসিকার্স রেজিষ্ট্রেশন করতে পারবেন।

2)        নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

3)        বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ রিক্রুটিং এজেন্সির  নাম ও ঠিকানা সম্বলিত বিসত্মারিত তালিকা জানতে পারবেন।

4)         প্রবাসী কর্মীদের মৃত্যুর পর মৃত্যুর সংবাদ, লাশ আনার  মতামত, স্থায়ী ঠিকানা ও ওয়ারিশ সংক্রান্ত রির্পোট প্রেরণ।

5)        প্রবাসে কর্মরত কর্মীদের  মুত্যুজনিত ক্ষতিপূরণ অর্থ প্রাপ্তি সম্পর্কে পূর্ণ সহযোগীতা।

6)        আপনি যদি বিদেশ গমনের বিষয়ে প্রতারিত হয়ে থাকেন সে বিষয়ে আইনি পরামর্শ ও প্রতারকের বিরম্নদ্ধে অভিযোগ করতে পারবেন।

7)         দক্ষতা উন্নয়নের জন্য আপনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কেও কি বিষয়ে দক্ষতা অর্জন করবেন, সেই সম্পর্কে তথ্য জানতে পারবেন।

8)        আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসা/ ওয়ার্ক পারমিট সংগ্রহ হইলে পরবর্তী করনীয় সম্পর্কে বিসত্মারিত পরামর্শ পাবেন।

9)          বৈধ পথে রেমিটেন্স পাঠানোর নিয়মাবলী জানতে পারবেন।

10)     এছাড়াও অভিবাসন সংক্রান্ত যে কোন বিষয়ে আপনার প্রয়োজন হলে অত্র দপ্তরে যোগাযোগ করতে পারবেন।